সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তীব্র যানজট নিরসনে আজ ১৯ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা হয়। এসময় রাস্তার দুপাশে যত্রতত্র সিএনজি ইজিবাইক পার্কিং করার অপরাধে ও মাস্ক ব্যবহার না করায় ০৯ জনকে ৫,৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও শীঘ্রই জনাকীর্ণ এ রাস্তায় দিনের বেলা মালবাহী ভারী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত করে নির্দিষ্ট সময় বেধে দেয়া হবে। অনুমোদন ব্যতিত ভবন নির্মান ও সরকারী খাল ভরাট করে স্থাপনা নির্মান করায় পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের ০৩ টি ভবন নির্মান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস