২২ অক্টোবর ২০১৪ তারিখ সোনারগাঁয়ে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি:
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম ২২ অক্টোবর ২০১৪ তারিখে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘মত বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভাপতিতব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু নাছের ভূঁঞা, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান, মোসাম্মৎ নাছিমা আক্তার, সোনারগাঁ আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও সাংগঠনিক সম্পাদক সুলতান আহামেদ মোলস্না বাদশা, চেয়ারম্যান, সনমান্দি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস